চাকরির আবেদনের ছবি ও স্বাক্ষর কিভাবে রিসাইজ করবেন?
How to Photo & Signature Resize for Online Job Application (Bangla Tutorial 2021)
How to Photo & Signature Resize for Online Job Application (Bangla Tutorial 2021)
বাংলাদেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি চাকরির আবেদনগুলো এখন অনলাইনে। আর অনলাইনে আবেদন সাবমিট করতে আপনার ছবি ও স্বাক্ষর সঠিকভাবে রিসাইজ করা টা অত্যন্ত গুরুত্বপূর্ণ; যেটা ছাড়া আপনার আবেদনই সাবমিট করতে পারবেন না। তাই আজকের উপরের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনি আপনার ছবি ও স্বাক্ষর সরকারি চাকরির সাইজ অনুযায়ী রিসাইজ করতে পারবেন নিজেই। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন একদম প্রমানসহ আপনাদের দেখিয়েছি এই ভিডিওতে।
সাধারণত চাকরির আবেদনের ক্ষেত্রে আপনার ছবি দিতে হবে 300x300 পিক্সেল এবং এবং আপনার স্বাক্ষর এর সাইজ হতে হবে 300x80 পিক্সেল।
অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে তারপর ছবির রিসাইজ করেন, যেটা করলে আপনার ছবি রিসাইজ ঠিকই হবে। সাথে সাথে আপনার ছবির রেশিও এবং র্যাজুলেশনও পরিবর্তন হতে পারে, যেটা আপনার আবেদনটি বাতিল হওয়ার কারণ হয়ে দাড়াতে পারে। তাই অবশ্যই আমি যে পদ্ধতিটি দেখিয়েছি, সে অনুযায়ী আপনি যে কোনো সাইজে আপনার ছবিতে রিসাইজ করতে পারবেন।
সো বন্ধুরা উপরের ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাদের সংশ্লিষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
0 মন্তব্যসমূহ